রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত সকল প্রশ্নের সঠিক উত্তর
বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসেই, নিচের নোটটি পড়ুন,কাজে দিবে
রবীন্দ্রনাথ থেকে একটি প্রশ্ন থাকবেই। তাই এক নজরে রিভিশন দিন।#রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)
রবীন্দ্রনাথ তাঁর পিতামাতার চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র।গীতাঞ্জলি প্রকাশ হয় > ১৯১০ সালে (নোবেল পুরস্কার ১৯১৩সালে)Songs of offerings নামে প্রকাশিত > ১৯১২সালে.
গীতাঞ্জলি‘ র ভূমিকা লেখেন > ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস
১৯০৫সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান >> ‘বাংলার মাটি বাংলার জল।’
আমার সোনার বাংলা -- রচনা করেন গগণ হরকরার সুরের অনুকরণে।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস> করুণা, ১৮৭৭-৭৮
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ> ‘কবিকাহিনী(১৮৭৮)
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য> ‘বাল্মীকি প্রতিভা(১৮৮১)
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ> য়্যুরোপ প্রবাসীর পত্র(১৮৮২)
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস > বৌঠাকুরাণীর হাট( ১৮৮৩)
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ>> ‘বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস> চোখের বালি
রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম >> ‘জীবন স্মৃতি ও ছেলেবেলা
রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম> ‘শব্দতত্ত্ব
প্রথম ছোট গল্প >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ভিখারিনী
প্রথম উপন্যাস >>>>>>>>>>>>>>>>>>>>>>>>> করুণা
কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উত্সর্গ করেন> ‘চার অধ্যায়
রবীন্দ্রনাথ নাইট উপাধি পান > ১৯১৫ সালে ।ত্যাগ করেন > ১৯১৯ সালৈ।
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন> >> মহাত্ম গান্ধী
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন> >> বহ্মবান্ধব উপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন> >> ক্ষিতিমোহন সেন।
রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন>চীনা কবি চি-সি-লিজন।
শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় > ২৪মার্চ, ২০০৪সালে।
বাংলা ছোটগল্পের জনক বলা > রবীন্দ্রনাথ ঠাকুরকে।
রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে > ব্রাজিল
রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে >>>>>>>>>>>>>> চীন ।
বাংলাদেশ রবীন্দ্রনাথ কে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে> ৫০তম মৃত্যুবার্ষিকীতে, ৭আগস্ট, ১৯৯১সালে।
----------------------------
১/ রবীন্দ্রনাথ এর প্রথম রচনা সংকলন --------চয়নিকা
২/ রবীন্দ্রনাথ এর রাজর্ষি উপন্যাস কোন পত্রিকায় পকাশ হয় ?---------বালক পত্রিকা
৩/ রবীন্দ্রনাথ এর “উৎসর্গ” কি ?------১ টি কাব্য গ্রন্থ
৪/ গীতাঞ্জলী কয়টি গানের সংকলন?- ----- (১৫৭ ) টি
৫/ রবীন্দ্রনাথ এর কোন উপন্যাসটি ছোট গল্পধর্মী ? ---------////নষ্টনীড়////
৬। রবীন্দ্রনাথ এর কোন গল্পটি উপ্পনাসধরমি ? --------“চতুরঙ্গ”
৭/ “চার অধ্যায়” কোণ ধরনের উপন্যাস ? ------রাজনৈতিক
৮/ রবীন্দ্রনাথ এর কোন নাটকের প্রথম নাম ছিল পথ ? ------- “মুক্তধারা “
৯/ “কালান্তর” রবীন্দ্রনাথ এর কি ? -----ভারত বর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্দের সংকলন
১০/ রবীন্দ্রনাথ এর সর্বশেষ গদ্যরচনা কোনটি ?-----------সভ্যতার সঙ্কট।
১১/ রবীন্দ্রনাথ এর বিজ্ঞান বিষয়ক গ্রন্ত ? --------বিশ্ব পরিচয়
১২/ রবীন্দ্রনাথ এর চিরকুমার সভা কি ?? ------১ টি কৌতুক নাটক ।
১৩/ রবীন্দ্রনাথ এর আত্মজীবনী কোনটি ? ------ “জীবনস্মৃতি “।
১৪/ রবীন্দ্রনাথ এর নটির পূজা নাটকটি কন ধর্মের কাহিনী ? -----বুদ্ধ ধর্ম
১৫/ “ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ “ এটা কোন গদ্যরচনা এর লাইন -----------[সভ্যতার সংকট]
১৬/ ছিন্নপত্র কাঁকে লেখা চিঠি এর সমাহার -----ভাতিজি ইন্দিরা দেবী
১৭/ “পঞ্চভূত”” রবীন্দ্রনাথ এর কি ? -----প্রবন্ধ গ্রন্থ
১৮/ “সে”রবীন্দ্রনাথ এর কি ? -----গল্প গ্রন্থ
১৯/ রবীন্দ্রনাথ ৪ টি পত্রিকা সম্পাদনা করেন -----সাধনা+ভারতি+বঙ্গদর্শন + তত্ত্ববোধনী
২০/ মারা যাওয়ার পরে প্রকাশিত গ্রন্ত ---- শেষ লেখা (১৯৪১) এবং ছড়া (১৯৪১)
২১.নটীর পুজা কার নাটক ?
- রবীন্দ্রনাথের
২২. রবীন্দ্রনাথের নাটক সমূহ
- রক্তকরবী, তাসের দেশ , ডাকঘর, বসন্ত, চণ্ডালিকা , চিরকুমার সভা , বৈকুন্ঠের খাতা, রাজা , অচলায়তন, বিসর্জন , প্রায়শ্চিত্ত ইত্যাদি।
২৩, নষ্টনীড় কি?
- রবীন্দ্রনাথের উপন্যাসধর্মী ছোটগল্প।
অশ্লীলতার কারনে রবি ঠাকুরের ছোট গল্প "বিচারক" নিয়ে নিমিত চলচ্চিত্রটি নিষিদ্ধ হয়।
২) রবি ঠাকুর নিজের আঁকা ছবিগুলোর নাম দিয়েছেন "শেষ বয়সের প্রিয়া"
৩) তাঁর সর্বশেষ গদ্য "সভ্যতার সংকট".
৪) মানুষের উপড় বিশ্বাস হারানো পাপ-এ উক্তিটি রবি ঠাকুর "সভ্যতার সংকট" এ উল্লেখ করেন।
৫) তার "যোগাযোগ " উপন্যাসের পূর্ব নাম ছিল "তিন পুরুষ"
৬) ধ্বনিবজ্ঞানের উপড় লেখা তার একটি গ্রন্থের নাম শব্দতত্ত।
৭) তাঁকে ক্রিসেন্ট মুন সোসাইটি "চু চেন তান" নাম দিয়েছিলেন। এটি তার চৈনিক নাম।
১)রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
২)রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলী (Song's Offering 's) এর জন্য সাহিত্যে নোবেল পান।
৩)রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম বাক্যগঠনরীতি "বনফুল" প্রকাশ হয় মাত্র পনের বছর বয়সে।
৪)রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম কবিতা"হিন্দু মেলার উপহার"।
৫)রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য নাট্যের সংখ্যা ১৯ টি।
৬)রবীন্দ্রনাথ ঠাকুর "বসন্ত" গীতিনাট্যটি নজরুল ইসলামের নামে উৎসর্গ করেছিলেন।
৭)রবীন্দ্রনাথ ঠাকুর'র ছদ্ম নাম "ভানুসিংহ"।
৮)রবীন্দ্রনাথ ঠাকুর' র লেখা শেষ কাব্য "শেষ লেখা"।
১০)রবীন্দ্রনাথ ঠাকুর'র ছোটগল্প ৪ খন্ডে বিভক্ত।
১১)রবীন্দ্রনাথ ঠাকুর'র স্ত্রীর প্রকৃত নাম "ভবতারিনী" এবং পরবর্তিতে রবীন্দ্রনাথ "মৃণালিনী" রাখেন।
১২)রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ান ওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদ স্বরূপ ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধী ত্যাগ করেন ১৯১৯ এ।
১৩)রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সংগীত এক রচয়িতা (বাংলাদেশ,ভারত ও শ্রী লঙ্কা)।
১৪) রবীন্দ্রনাথ ঠাকুর'র জন্ম হয় কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বিখ্যাত পরিবারে ১৮৬১'র মে ৭ এ(২৫ ই বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে)।
১৫)রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন ১৯৪১ সালের ৭ ই আগষ্ট( ২২ই শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দে)।
নজরুল রবীন্দ্র জানা অজানাঃ
-
১. নজরুল কত বছর বয়সে লেটোর দলে যোগ
দেয়?
.....১২ বছর বয়সে।
-
২. তার নিজের মা ছাড়া কাকে মা বলে
ডাকতেন?
... গিরিবালাকে
-
3. নজরুলের পত্রকাব্য উপন্যাস এর নাম কি?
..... বাধন হারা যা বাংলা সাহিত্যের প্রথম
পত্রপ্যন্যাস।
-
৪. কোথায় বেড়াতে গিয়ে রবি ঠাকুর ' হৈমন্তী '
লেখেন?
..... হিমালয় দেখতে গিয়ে
-
৫. রবীন্দ্রনাথের স্ত্রীর আসল নাম কি?
.... ভবতারিণী দেবী পরে শ্বশুর তার নাম দেন
মৃনালিণী
-
৬. তার লেখা কতটি নাটকে তিনি অভিনয় করেন?
... ১৩ টি নাটকে। তার মোট নাটক ২৯ টি
-
৭. কোন গীতিনাট্য তিনি নজরুল কে উৎসর্গ
করেন?
..... বসন্ত
-
৮. বিলেতে তিনি কি বিষয়ে শিক্ষা লাভ করেন?
.... ইংরেজি সাহিত্য প্রথমবার/ ব্যারিস্টারি
দ্বিতীয় বার।
Post a Comment